Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে প্রিজাইডিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ জনাব মো. সজল মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ,জনাব আবু ইউসুফ, পুলিশ সুপার, পটুয়াখালী,জনাব ফরিদুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্ত।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো প্রকার আপস না করার আহ্বান জানানো হয়।

নির্বাচনকালীন আইনি কাঠামো ও প্রয়োগ।
ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও প্রিজাইডিং অফিসারের ক্ষমতা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন।

দুমকি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়োজিত সকল প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।