Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় বাবার পক্ষে ভোট চাইলেন গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন তাঁর কন্যা হাবিবা কিবরিয়া।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট, এমপিরহাট বাজার, কেদারপুর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রদান ও বাবার জন্য দোয়া কামনা করেন।

গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, তাঁর বাবা গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তিনি উন্নয়ন ও শান্তির স্বার্থে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।