দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১ টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডাঃ মো. ওহাব মিনা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ মো. ওহাব মিনা আসন্ন নির্বাচনে তাঁর নির্বাচনী প্রতীক ‘ঈগল’ মার্কায় ভোট চেয়ে বলেন, এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুষম উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ১০ দলীয় জোটের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, খেলাফত মজলিস দুমকি উপজেলার সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মো. আ. রাজ্জাক,এবি পার্টির পটুয়াখালী জেলা শাখার সহকারী সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মানু ও মো. মাহমুদুর রহমান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুমকি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী পাঙ্গাসিয়া ইউনিয়ন সভাপতি বাংলাদেশের জামাতে ইসলাম ওলামা বিভাগ,মাওঃ মো. শাহাদুল ইসলাম, মাওলানা মো. নজরুল ইসলাম খোকনসহ স্থানীয় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

