গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের ৬ষ্ঠদিনে বুধবার (২৮ জানুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর, মেদাকুল, ঘোষের হাট এবং বিকালে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম ও মাহিলাড়া বাজারে দাঁড়ি পাল্লার প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক শেষে জুলাই যোদ্ধাদের ও ওসমান হাদির রুহের মাফিরত কামনা করে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
দিনব্যাপি এসকল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের দাঁড়ি পাল্লার প্রার্থী মো. কামরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে পরিচালক অধাপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, সহকারী সেক্রেটারী রুহুল আমীন সবুজ, যুব বিভাগের সভাপতি মোহেবুল্লাহ, উপজেলা শিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম সজল, সেক্রেটারী মো. মিজানুর রহমান-সহ ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

