গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন- এবারে এমপি হবো আপনাদের ভোটে, মা-বোনদের ফ্যামিলি কার্ড দেয়ার জন্য।
এবারে এমপি হবো কৃষক ভাইদের কৃষক কার্ড দেয়ার জন্য। আপনাদের ভোটে নির্বাচিত হলে দেশের বেকারদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে কর্মস্থানের ব্যবস্থা করা হবে।
ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে বুধবার (২৮ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে নারী-পুরুষের ঢল নামে।
ওইদিন সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নের কালনা মরহুম যুবদল নেতা টিটু শাহ কবর জিয়ারতের পর হাজীপাড়া বাজার, গীর্জা, পিঙ্গলাকাঠী বাজার, মৃধা বাজার, নলচিড়া বাজার সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, যুগ্ম আহবায়ক গাজী আবু বক্কর, শামীম আহম্মেদ খলিফা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল রহমান সেন্টু, ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল ফকির, সদস্য সচিব বাদশা হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

