Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছতা ও জবাবদিহিতায় প্রস্তুত পুলিশ, মুন্সীগঞ্জে পুলিশ সুপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জেলা পর্যায়ের ইমাম সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার বলেন নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত রয়েছে।

বুধবার (২৮ শে জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।

এসময় পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে সম্মানিত ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে ইমামগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন নিরাপদ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচন সম্পন্ন হবে।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশনসহ  জেলা পর্যায়ের সকল ইমাম, সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।