নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদী ফায়ার স্টেশনের কাজ আজ শুরু হয়েছে।পাটগাতী লুৎফর রহমান সেতুর পাশে এ নদী ফায়ার ষ্টেশন বসছে। আজ রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে প্রথম পাইলিংয়ের কাজ শুরু হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্টেশনের কাজ সমাপ্ত হবে।এ নদী ষ্টেশনে মোট ৬ টি পাইল বসবে এবং পাইলিংয়ের কাজ শেষ হলে খুলনা শিপইয়ার্ড থেকে পল্টন আসবে । এ ষ্টেশনটি স্থাপিত হলে নদীর পাশের এলাকা গুলোয় কাজ করতে সুবিধা হবে।