শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর হকক্যানেল খাল (কাটা গাং) থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ নেট, বাঁশের পাটা ও ভেসাল জাল উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা অভিযান পরিচালনা করেন।
এসময় প্রায় ১০ কিলোমিটার এলাকার খাল থেকে অর্ধশত ভেসাল জাল,নেট ও বাঁশের পাটা উচ্ছেদ করেন। অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা তানভির আহম্মেদ ও মেরিন ফিসারিজ অফিসার মো: আসরাফুল ইসলাম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এউপজেলার সরকারি নদী ও খালে বর্ষা মৌসুমের শুরু থেকে কিছু প্রভাবশালী ব্যাক্তিরা অবৈধ ভাবে বাঁশের পাটা, নেট ও ভেসাল জাল দিয়ে মাছ শিকার করে আসছে। এতে নদীতে ঠিকমত জোয়ার ভাটার পানি ওঠানামা করতে পারছেনা ফলে নদী মরে যাওয়াসহ ফসলি জমির মাক্তক ক্ষতি হচ্ছে।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন,চিতলমারীর নদী খালে অবৈধ নেট পাটা ও ভেসাল জাল তুলে নেয়ার জন্য একাধিকবার মাইকিং করা হলেও তা অপসারণ হয়নি। ফলে বাধ্য হয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।এ অভিযান অব্যহত থাকবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                