শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
চিতলমারীর শিবপুর ইউনিয়নের কলিগাতী বিল ও খাল থেকে অবৈধ চায়না ম্যাজিক,কারেন্ট জাল, বাঁশেরনেট পাটা উদ্ধার করা হয়েছে। এসময় আবু সাঈদ শিকদার (৩৫) কে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন লংঘনের অভিযোগে একহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, এসময় উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম জিল্লুর রহমান রিগান, সমাজ সেবা কর্মকর্তা আবু মুসা, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল ও গণমাধ্যমের কর্মিরা।
এসময় ১৪ সেট চায়না ম্যাজিক,১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ১৫০টি বাঁশের নেটপাটা উচ্ছেদ করা হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন, দীর্ঘদিন ধরে উম্মুক্ত সরকারি খাল বিলে জবরদখল করে প্রভাবশালীরা সরকারি আইন অমান্য করে নেটপাটাবাধ দিয়ে অবৈধ চায়না ম্যাজিক কারেন্ট জাল ও ভেসাল দিয়ে মাছ শিকার করে আসছে। এখন থেকে নদী, খাল-বিলসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলতে থাকবে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    