Nabadhara
ঢাকাশনিবার , ২১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চারদিন পর মধুমতি নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

MEHADI HASAN
আগস্ট ২১, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

নিখোঁজের চারদিন পর বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ভেসে উঠা শ্রমিক বিল্লাল হোসেনের  মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে মধুমতি নদীর গ্রীসনগর এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধা করে থানায় নিয়ে আসে।

বিল্লাল মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত।
১৮ আগস্ট বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে  বিল্লাল নিখোঁজ হয়। নিখোঁজের খবর পেয়ে বাগেরহাট, ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

আরো পড়ুনঃ

বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। খুলনার ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও  নিখোঁজ শ্রমিকের সন্ধ্যান না পাওয়া অভিযান বন্ধ  ঘোষনা করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস শেখ শাহিনুর ইসলাম শাহিন নবধারা কে বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে নদীতে ভেসে উঠা নিখোজঁ শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।