বাইজীদ সা’দ, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা কে সভাপতি এবং গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান পিয়ালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ ইমরান, মোঃ তরিকুল ইসলাম তারেক, নূর মোহাম্মদ মীর, শেখ জামিল আহমেদ তামিম, এস এম রাসেল, সোয়ায়েব আহমেদ সাদ, আকিব জাবেদ সেতু, মোঃ পলক ইসলাম।
যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সামিউল হক তনু, আমির হামজা, মোঃ তহিদুল ইসলাম, ফারসান খান সাগর, মোঃ মিরসান হোসেন, মোঃ রাজু খান, মেহেদী মোল্লা।
সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, হামিম শেখ, সুমন খান রানা, পারভেজ কাজী, আমিনুর রহমান পিয়াল, আবির হোসেন আকাশ।