মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে গণনাটক প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভৈরব নগর গ্রামের রতনের বাড়ি “সুখের ঠিকানা” নামে এ গণনাটক প্রদর্শিত হয়। মধুমতি গণনাটক দলের পরিবেশনায় এ গণনাটক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অ্যাসোসিয়েট অফিসার কোহিনুর আক্তার ও শিশু কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার প্রমূখ।
অত্যন্ত চমৎকার নাটক প্রদর্শন করায় সন্তুষ্ট হয়ে নাট্য দলকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।