চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খান সেকেন্দার আলী সভাপতি ও পৃথ্বীশ রায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার সাড়ে ১২টা চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেণ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. তুষার কান্তী বসু। এ সময় কেন্দ্রীয় ক্ষেত-মজুর সমিতির সহ-সভাপতি কমরেড মৃন্ময় মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নূরআলম, উপজেলা কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক পংকজ রায় প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশন শুরুহয়। সন্ধ্যায় নতুন কমিটি ঘোষনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।