ফকিরহাট প্রতিনিধিঃ
ফকিরহাটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় ২০২১-২০২২ অর্থ বছরের ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভাটি স্থানীয় তৈয়েব আলী বটতলায় অনুষ্ঠিত হয়।উন্মুক্ত ওয়ার্ড সভার উদ্বোধন করেন ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সবুর আলী।
ওয়ার্ড সদস্য শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইন এর সঞ্চালনায় ওই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, ইউপি সদস্য মহিউদ্দিন মফি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সাথী বেগম,লিমা বেগম ও শিউলি বেগম সহ ৪নং ওয়ার্ডের পুরুষ মহিলা নির্বিশেষে সকল শ্রেনী পেশার সর্বস্তরের মানুষ।
সভায় উপস্থিত ওয়ার্ডবাসী তাদের সুবিধা-অসুবিধা, তথা তাদের চাহিদার কথা তুলে ধরেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।