মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে চুনখোলা গ্রামের অসুস্থ্য শিশু আরাফাতকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা সমাজ কল্যাণ পরিষদ। শুধু আরাফাত নয় অন্য আরো দারিদ্র ৪ ব্যক্তির মাঝে ২৫ হাজার টাকা বিতরণ করেছে সমাজ কল্যান পরিষদ । মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৫ জন দারিদ্র ব্যক্তির মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন বলেন, শিশু আরাফাতসহ আরো ৪ জন অসহায় দ্রারিদ্র ব্যক্তির মাঝে আমরা সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকা বিতরণ করেছি। আমরা শিশু আরাফাতের জন্য প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা ও করে দিবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।