Nabadhara
ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে দুধর্ষ তিন প্রতারক গ্রেফতার !

MEHADI HASAN
জানুয়ারি ১৯, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃমিজানুর রহমান,কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধিঃ

বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে প্রতারনার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মলম পার্টির তিন প্রতারক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত প্রতারক হলো মোঃ আল আমিন বাবু(১৮) জামালপুর জেলা সদর থানার বরতলা গ্রামের শামিম সরকারের ছেলে, মোঃ জীবন(২২) বরিশাল জেলার মুলাদী উপজেলার বাড়ইয়া-কাজিরচর গ্রামের মোঃ মিল্লাত ড্রাইবারের ছেলে ও মোঃ রানা বালী(২৫) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের ছত্তার বালীর ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, প্রতারক আলআমিন বাবু, মোঃ জীবন ও রানা বালী বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলার গুরুত্বপুর্নস্থানে বসে বিভিন্ন বয়সী নারীদের চোখে-মুখে মলম দিয়ে স্বর্ণ, নগদ টাকা ও সাথে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যেত। ইতি মধ্যে তাদের খপ্পরে পরে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সর্বশান্ত হয়ে গেছে। এ বিষয় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে কালকিনি থানায় একের পর অভিযোগ করে আসছে। সেই সুত্রমতে কালকিনি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

ভুক্তভোগী হালান নবধারা কে বলেন, আমার স্ত্রীর চোখে নাকে মলম লাগিয়ে অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে গেছে। আমি তাদের কঠিন বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক(তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, বিভিন্ন লোকজনের অভিযোগের ভিত্তিতে তাদের তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় মামলা রজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।