Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় ইজিবাইকসহ চোর চক্রের ০৫ সদস্য আটক

MEHADI HASAN
জানুয়ারি ২০, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কালিয়া ও লোহাগড়া থানার বিভিন্ন এলাকা থেকে ৪ টি ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) বৃহস্পতিবার রাতে তাদের ইজিবাইকসহ আটক করা হয়।

আটককৃত আসামিগণ হলো উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের মাহাবুব শিকদারের ছেলে মোঃ রাব্বি শিকদার (২২), লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে মোঃ বাবু শেখ (৬০), নাওড়া গ্রামের মৃত রহম শেখের ছেলে মোঃ ইস্রাফিল শেখ (৪৫), নোয়াগ্রাম (সারোল) গ্রামের মৃ নাজমুল মোল্যার ছেলে মোঃ রহমত মোল্যা (২৯), চরকোটাকোল গ্রামের লেয়াকত মোল্যার ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে কালিয়া ও লোহাগড়া থানার বিভিন্ন এলাকা হতে ০৪ (চার) টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন এবং ইহার সাথে জড়িত ০৫ (পাঁচ) জন ইজিবাইক চোরকে আটক করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওস) সেখ কনি মিয়া নবধারা কে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।