Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

MEHADI HASAN
জানুয়ারি ২৫, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছে এ ঘটনায় আরো এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বেলা ২ টার দিকে যশোর-কালনা মহাসড়কের কচুবাড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ মামুন কাজী (২৫) সে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বখতিয়ার কাজীর ছেলে এবং গুরুতর আহত শাকিল শেখ (২৪) সে একই গ্রামের সাহেব শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে যশোর কালনা মহাসড়কে মোটরসাইকেল যোগে নড়াইলের দিকে যাচ্ছিল দুই আরোহী মামুন ও শাকিল পথিমধ্যে নড়াইল থেকে আসা লেংগুনা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মামুন ও শাকিল পড়ে গিয়ে মারাত্মক যখম হয় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মামুন কাজী কে মৃত ঘোষণা করেন এবং আহত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল এ প্রেরণ করা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে নবধারা কে বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, ঘাতক লেংগুনা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।