Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

MEHADI HASAN
জানুয়ারি ২৭, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম রেজাউল করিমকে(৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় পূর্ব বানিয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল শাদীদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমাহিদুল ইসলাম,নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বির মুক্তিযোদ্ধা শেখ আবদুল লতিফ,বির মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল।

এসময় তার একমাত্র পুত্র র্্যাবের সহকারী পরিচালক কর্মরত,বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিহাব করিম অনি জানান,তার পিতা গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।এসময় তিনি স্ত্রী ও এক পুত্র রেখে যান।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মুক্তিযুদ্ধকালীন বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার,উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাঙ্গা ইউনিয়নের দুবারে ইউনিয়নপরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।