Nabadhara
ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ভূমি জালিয়াতি চক্রের মূল হোতাসহ দু’জন ধরাশায়ী!

MEHADI HASAN
জানুয়ারি ২৯, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় ফুল মিয়া শেখ ও মহাসীন শেখ নামে ভূমি জালিয়াতি চক্রের দুই সদস্যকে বিভিন্ন অফিসের সীলমোহর ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করেছে কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে কালিয়া থানার একটি আভিযানিক দল। ২৮ জানুয়ারী (শুক্রবার) তাদের আটক করা হয়। আটককৃত ফুল মিয়া কালিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের রামনগর গ্রামের মৃত রোকন উদ্দিন শেখের ছেলে ও মোঃ মহাসীন শেখ ও উপজেলার মাধবপাশা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।

অভিযানিক দলের প্রধান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম জানান, উপজেলার মাধবপাশা গ্রামের মহসীন শেখ নামে এক ব্যক্তি আমার অফিসে গত বুধবার সন্ধায় নামজারির জন্য জাল দলিল নিয়ে আসে এবং বিনয়ের সাথে বলে স্যার আমি পংগু মানুষ আমার নামজারি টা করে দেন না স্যার । দলিল দেখে আমার সন্দেহ হলে বিষয়টি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে যাচাই-বাছাই শেষে জাল প্রমানীত হলে মহাসীন স্বেচ্ছায় স্বীকার করে নেন এবং অন্য শরীকদের ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি জাল দলিলটি ফুল মিয়া শেখের নিকট থেকে করেছেন বলে জানান। অতঃপর মহাসীনের দেওয়া তথ্য মতে তাকে সাথে নিয়েই মূল হোতা ফুলমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নীচ থেকে প্রস্তুত করা জাল দলিল, খতিয়ান, দাখিলা, মাঠ পর্চা ডিসি আর এর কপিসহ ভূমি সংক্রান্ত সকল অফিসের সীল ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এভাবে জালিয়াতি, প্রতারণা, মিথ্যা দলিল প্রস্তুত করে কত মানুষকে যে এ চক্র ধোঁকা দিয়েছে তার সঠিক হিসেব হয়তোবা বের করা সম্ভব নয়। ইতোপূর্বে এ সংক্রান্ত একটি মামলা তার নামে চলমান, কোন অনুশোচনাবোধ নেই তার ভেতর। সমাজে এরকম কিছু কীটের কারণে হয়রানির স্বীকার হয় হাজারো সাধারণ মানুষ।

তিনি ধন্যবাদ জানিয়ে আরো বলেন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কালিয়া সাবরেজিষ্ট্রারের কার্যালয়ের দ্রুত পদক্ষেপের কারণে কুখ্যাত ভূমি সন্ত্রাসী ফুল মিয়াকে ধরা সম্ভব হয়েছে। তার অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিল বহির্ভূত হওয়ায় যথারীতি নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং শুক্রবার রাতেই তাদেরকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।