Nabadhara
ঢাকাশনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বীর বিক্রম শেখ হাছান উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৫, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ হাছান উদ্দিন (৯৬)(বীর বিক্রম) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।  তাঁর বাড়ি উপজেলার  গাওলা গ্রামে।

শনিবার সকাল সাড়ে ১০টায়  স্থানীয় গাওলা নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ অনুষ্ঠিত। পরে কুলিয়া বড়ঘাট মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে  স্ত্রী,  দুই পুত্র,  তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা শেখ হাছান উদ্দিন (বীর বিক্রম)এর রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযার নামাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন,  সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ডেপুটি কমান্ডার ফকির দ্বীন মোহাম্মাদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপ-পুলিশ পরিদর্শক লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুখ ফকির সহ বীর মুক্তযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান উদ্দিন (বীর বিক্রম) এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন  ও উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।