Nabadhara
ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (৬জানুয়ারি) বিকালে আনন্দ ছোঁয়া দুঃস্থ্য, স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন এর আয়োজনে পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে এ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন আনন্দ ছোঁয়া দুঃস্থ্য, স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শামীম আরা পারভীন এর তত্বাবধানে শিমুল হাসান যুব-শিশু ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার বিকালে রামপুর-কচুবাড়িয়া, লক্ষীপাশা, রাজুপুর, মশাঘুনি, সিংগা, খলিশাখালী এলাকায় কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা (বিউটি) প্রধান অতিথি হিসাবে এসব কম্বল ও মাস্ক বিতরণ করেন। পৌরসভার প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা (বিউটি) জানান, লোহাগড়া পৌরসভা থেকে প্রাপ্ত ২০টি কম্বল ইতোপূর্বে বিতরণ করেছি। এর আগে দুইশত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আজ আনন্দ ছোঁয়া দুঃস্থ্য, স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন ৫০জন শীতার্তদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করলো। প্রচন্ড শীতের মাঝে কম্বল পাওয়ায় বিভিন্ন শ্রেণির নারী-পুরুষ খুশি। তিনি শীতার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান। বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।