Nabadhara
ঢাকারবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কচুরিপনায় সু্ইচগেটের মুখ বন্ধ হয়ে যাওয়ায় চাষাবাদ হুমকিতে

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে কচুরিপনায়  সু্ইচগেটের মুখ বন্ধ হয়ে যাওয়ায় হুমকিতে চাষাবাদ। যথা সময়ে বিলের পানি নিস্কাশন না হওয়ায় চলতি বোরো মৌসুমে অনেক চাষি জমি রোপণ করা নিয়ে চিন্তিত। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার নারাণখালী, বাঁশতলা, ডুমুরিয়া, পারডুমুরিয়া, দত্তডাঙ্গাসহ অধিকাংশ সু্ইচগেটের মুখ কুচুরিপনায় বন্ধ হয়ে পড়েছে। এতে জোয়ার-ভাটার পানি ঠিকমতো ওঠা-নামা করতে না পারায় বোরো মৌসুমে চাষাবাদ নিয়ে চিন্তিত চাষিরা। এছাড়া নারাণখালী সুইচ গেট নির্মানের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ার কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উপজেলার খিলিগাতী গ্রামের বাসিন্দা মুকুলেশ ঢালী ও ডুমুরিয়া গ্রামের বোরো চাষি হরেন্দ্র নাথ বাড়ৈ, পারডুমুরিয়া গ্রামের
চাষি উত্তম বিশ্বাসসহ অনেকে হতাশা ব্যক্ত করে জানান, সুইচ গেটের মুখে কচুরিপনা এবং আবর্জনায় বন্ধ হয়ে আছে। এতে বিলের পানি সঠিক সময়ে নিস্কাশন না হতে পারায় বোরো রোপণ ব্যহত হচ্ছে। জরুরী ভাবে এ সমস্যার সমাধান করা না হলে চাষাবাদ ভ্যহত হবে বলে জানান তারা।
এ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, বিষয়টি সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেটি পাশ হয়ে এলে এ সমস্যার সমাধানে কাজ করা হবে। পাশাপাশি বিষয়টি দ্রæত নিরসনে কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অসীম কুমার দাস জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।