জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ
ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করতে আজ রোববার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে ট্রাফিক সদস্যদের বুকে ক্যামেরা লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এএসপি(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সুপার নবধারা কে বলেন, এতোদিন ট্রাফিক পুলিশের অনেক সমস্যা ছিল। এখন থেকে সব কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে। এ থেকে আমরা ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।