Nabadhara
ঢাকাবুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ ও বাজার মনিটরিং

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর অনুশাসন বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ধান ও চালের মজুদ যাচাই, খাদ্যশস্য লাইসেন্স পরীক্ষাসহ সরকারি নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল বিতরণ ও বাজার মনিটরিং করা হয়েছে।

বুধবার (৯ ফ্রেরুয়ারি) দুপুরে শহরের রুপগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে সদর উপজেলা খাদ্য অফিস, নড়াইলের আয়োজনে এ মনিটরিং করা হয়। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মনিরুল হাসানের নেতৃত্বে একটি টিম এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। ধান ও চালের মজুদের পরিমানের, অতিরিক্ত মজুদ না করা, অনিতিবিলম্বে খাদ্যশস্য লাইসেন্স করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করা হয়। খাদ্যশস্য লাইসেন্সবিহীন কোনো ব্যবসায়ী এক টনের অধিক খাদ্যশস্য মজুত করতে পারবে না। লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬(১) নং ধারা মতে ০৩ বছরের জেল ও জরিমানাসহ মজুতপণ্য বাজেয়াপ্ত করা বিধান রয়েছে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।