জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
পিরোজপুর ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মৎস্য বাজার সমিতির অফিস কক্ষে সমিতির সভাপতি আবুল কালাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র আব্দুল হাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, জেলা সমবায় কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। অনান্যদের মধ্যে সহ- সভাপতি রইছ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন ও সমিতির অনান্য সদস্যরা বক্তব্য রাখেন।
পরে ব্যবসায়ীদের মাঝে তাদের কল্যানে জমাকৃত টাকা বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।