Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিড়ি খাইয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই! ৪টি ইজিবাইকসহ মূলহোতা আটক !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১১, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল  প্রতিনিধিঃ

নড়াইলে সিগারেট খাইয়ে অচেতন করে ইজিবাইক চুরির মুল হোতা মোঃ মহাসীন মোল্যা (৪৬) কে ইজিবাইকসহ তুলারামপুর হাইওয়ে থানার সামনে থেকে আটক করেছে সদর থানা পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে আরো ৩ টি ইজিবাইক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) আড়াইটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মহাসীন মোল্যা নড়াইলে খলিশাখালী গ্রামের নুরমোহাম্মাদ মোল্যার ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানা যায়, ১৯ জানুয়ারী সাড়ে ৪টার দিকেঅজ্ঞাতনামা ২জন পুরুষ ও ১জন মহিলা যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া গ্রামের মৃত অটল বিশ্বাসের ছেলে কার্তিক চন্দ্র বিশ্বাসের ইজিবাইকটি নড়াইলে আসা-যাওয়ার জন্য ভাড়া নিয়ে নড়াইলে আসে। নড়াইল থেকে সাড়ে ৬টার দিকে ফেরার পথে ভওয়াখালী টার্মিনালের সন্নিকটে পৌছাইলে অজ্ঞাতনামা কয়েকজন ইজিবাইকটি থামাতে বলে কথা বার্তার একপর্যায়ে তাকে একটি সিগারেট দেয়। ওই সিগারেট পান করে কার্তিক অজ্ঞান হয়ে গেলে পাশে বালুর মাঠে ফেলে তারা ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। অতঃপর স্থাণীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারী দুপুরে ইজিবাইক চালক কার্তিকের আপন ভাই রমেশ তুলরামপুর হইওয়েতে তার ভাইয়ের চুরি যাওয়া ইজিবাইক দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা মহাসীনকে আটক করে। আটকপূর্বক পুলিশের জিজ্ঞাসাবাদে মহাসীনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ী থেকে আরো ৩টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিকে আরো বলা হয়, মহাসীন মোল্যা একজন পেশাদার সংঘবদ্ধ প্রতারক ও ইজিবাইক চোর চক্রের সদস্য। তার নিকট থেকে বিভিন্ন ইজিবাইক শোরুমের ৪টি নকল বই, নকল সীল ও প্যাড, ৫টি চাবি, বিভিন্ন শোরুমের স্টিকার ও বিভিন্ন শোরুমের ক্যাশ মেমো উদ্ধার করা হয়। ইতোপূর্বে ২০১৮ সালে চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয়ের অপরাধে ৫টি ইজিবাইকসহ নড়াইল থানা পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্দে সদর থানার মামলা রুজু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।