Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনায় হেলিকপ্টারে চড়ে এলেন বর

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে আজ মঙ্গলবার মিরাজ বাকার নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বাকারের সাথে তার তিনজন আত্মীয় ছিলেন। অন্য বরযাত্রীরা সড়ক পথে আসেন ।

উৎসুক জনতা ওই হেলিকপ্টার ও বরকে স্কুল মাঠে দেখতে ভিড় করলে পুলিশ নিয়ন্ত্রনের চেষ্ঠা করেন পরিবার সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের ছেলে লন্ডন প্রবাসী মিরাজ বাকারের সাথে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভুইয়ার মেয়ে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল মঙ্গলবার (১৫ ফ্রেরুয়ারি)। আজ বেলা দুইটার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মিরাজ বাকার তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ীর পাশে ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে নামেন। অন্য বর যাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন। এলাকার কয়েক শত লোক বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন। জনতার ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

হুমায়ুন কবির মিল্টন বলেন, তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লামিয়া এইচএসসি পরীক্ষার্থী। এ বিয়েতে বর পক্ষের ২০০ যাত্রীসহ ৫০০ লোক এসেছে। তিনি এলাকার কয়েকশত গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে বিকালে হেলিকপ্টারে করে তার মেয়েকে মাদারীপুর গ্রামের বাড়ীতে নিয়ে গেছেন মিরাজ।

এ ব্যাপারে বর মিরাজ বাকার নবধারা কে বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তার খুব আনন্দ লাগছে।

মেয়ের চাচা মশিউর রহমান মিলন ও আলী আজগর মিন্টু জানান, সবার ছোট ভাইয়ের মেয়েকে আত্মীয়-স্বজন উপস্থিত থেকে ধুম-ধামের সাথে বিয়ে দিয়েছি। লোহাগড়ার মধ্যে এই প্রথম হেলিকপ্টারে করে আমাদের মেয়ে মিমকে বর পক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।