Nabadhara
ঢাকাবুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জমি অধিগ্রহন বন্ধের দাবীতে মানববন্ধন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা মৌজার জনগন ১৬ ফেব্রুয়ারী বেলা ১১টার সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের উত্তরপাশে রাস্তায় জমিঅধিগ্রহণ বন্ধের দাবীতে মানববন্ধন করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক জলিশা মৌজায় জমিঅধিগ্রহণ বন্ধের দাবীতে জলিশা এলাকার গরীব,অসহায় ও কৃষকদের নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শাহ-আলম, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান (শহিদ), মাও: সৈয়দ ছগির আহম্মেদ, সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীরামপুর ও জলিশা মৌজার জমি অধিগ্রহণের বিষয় অর্থের পার্থক্য রয়েছে। তাছাড়া অধিগ্রহণের পূর্বে জমি দাতাদের সাথে যোগ্যতা অনুযায়ী চাকুরীর আশ্বাস দিয়েছেন কিন্তু চাকুরী তো দূরের কথা জমি অধিগ্রহণের টাকা সঠিকভাবে  দিতে ব্যর্থ হয়েছে। তারা প্রকল্প পরিচালককে দোষারোপ করে বলেন, তিনি উৎকোচের মাধ্যমে জলিশা মৌজার জমির চেয়ে শ্রীরামপুর মৌজার জমি তিনগুন বেশী দাম দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে ৪দিনের সময় বেধে দিয়েছে উক্ত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন বলে হুশিয়ারী দিয়েছেন। উল্লেখ্য যে,পবিপ্রবিতে জলিশা মৌজার ১৯.৬৫ একর জমি বর্তমানে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী ও জমিঅধিগ্রহণের প্রকল্প পরিচালক মো: আমির হোসেনের সাথে আলাপকালে তিনি নবধারা কে বলেন, অধিগ্রহণের বিষয়টি সরকারি বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।