কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
কচুয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা প্রশাসন মিলনায়তনে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
প্রস্তৃতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম। উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা,আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুর রহমান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: দেবেন্দ্র নাথ সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,উপজেলা সাব রেজিস্টার তুপা বসু,প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: মো: আকতারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সেলিম তালুকদার, বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরমের যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা,বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আছিয়া বেগম, কচুয়া বনিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ভুইঁয়া,কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক,সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,বিভিন্ন সংগঠনের প্রধান ও রাজনৈতিক সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।