শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর পরানপুর এলাকা থেকে ৩০পিচ ই্য়াবা ও ২০ হাজার টাকাসহ মাসুদ মোল্লা (৩৫) , ও শহিদুল শেখ (৩৮) নামে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাসুদ উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের নুর মোহাম্মদ মোল্লা ও শহিদুল একই গ্রামের মবজেল শেখের পুত্র।
থানার পরিদর্শক ( তদন্ত) মোঃ ইকরাম হোসেন নবধারা কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় উপজেলার পরানপুর এলাকা থেকে ৩০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ২০ হাজার টাকাসহ মাদক বিক্রেতা মাসুদ মোল্লা ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃস্পতিবারআদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।