শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলে নিজহাতে মেশিন চালিয়ে মাসব্যাপী ‘মশক নিধন অভিযান-২০২২’ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নড়াইল পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রশাসকের বাসভবন চত্বরে মশক নিধন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পৌরসভার সচিব ওহাবুল ইসলাম, নির্বাহী প্রকোৗশলী নয়ন, কাউন্সিলর বাবলু, পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা নবধারা কে বলেন, এ কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো, এখন নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লায় মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।