Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় গভীর রাতে মায়ের কোল থেকে যমজ শিশু উধাও, সকালে মিলল পুকুরে

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

খুলনার তেরখাদার কুশলা গ্রামে ২ মাস বয়সি মনি ও মুক্তা নামের দুই কন্যা শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের একটি পুকুরে ভাসমানরত অবস্থায় তাদের পাওয়া যায়। এ বাড়ীটি ছিল শিশুদ্বয়ের নানা বাড়ী। তাদের নানার নাম খায়ের শেখ।

নিহত শিশুদ্বয়ের বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী মাতারচর গ্রামে। ঘটনার রাতে তার বাবা গাংনীতে ছিলেন।

জানা গেছে, রাতে শিশুদ্বয় তার মা কানিজ ফাতেমার  সাথে ঘুমিয়ে ছিলো। পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ৩টার সময় মায়ের হঠাৎ ঘুম ভেঙ্গে যায় এবং দেখে তার বাচ্চা দুটি পাশে নেই। এ সময়ে এলাকার মানুষজন খুঁজাখুঁজি শুরু করে। পরে সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে যমজ বাচ্চা দুটিকে পাশের একটি পুকুরে ভাসমানরত মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম নবধারা কে বলেন, ‘এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।