Nabadhara
ঢাকাশনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ১২টি ইউনিয়নে বিএনপির পকেট কমিটি ঘোষণার অভিযোগে মানববন্ধন, প্রতিবাদ সভা

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপির পকেট কমিটি ঘোষণার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শালনগর ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে শনিবার (১৯ ফ্রেরুয়ারি) সকালে শালনগরের রামকান্তপুর কাঠাল তলা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবাদ সভা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি পৌর কাউন্সিলর খালেদা আক্তার, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সস্পাদক বকুল খান,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাসেম, যুবদলের ইউপির সাবেক সভাপতি মেহেদি হাসান, তরিকুল ইসলাম, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা লিটু, জেলা ছ্ত্রাদলের যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী তায়জুল হাসান, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, যুগ্মআহবায়ক নাঈম শরীফসহ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ না মেনে লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম ও সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম ঘরে বসে ১২টি ইউনিয়নের পকেট কমিটি ঘোষণা করেছেন। এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়ন কমিটি করার দায়িত্ব উপজেলা বিএনপির। তারা কোনো অনিয়ম করলে জেলাকে লিখিত ভাবে জানাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।