Nabadhara
ঢাকাশনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবৈধ নির্মান কাজ বন্ধ

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে মোঃ আকবর হোসেন ওরফে কুটি মিয়া নামে এক ব্যক্তি সরকারী ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি নির্ধারণ না করে ভবন নির্মান করতে গেলে উপজেলা প্রশাসনের গোচরীভুত হওয়ায় তাৎক্ষনিক নির্মান বন্ধের নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

১৯ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে এ আদেশ দেন। আকবর হোসেন লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে।

স্থাণীয় সূত্রে জানা যায়, কাজ শুরুর পুর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম সরকারী সার্ভেয়ারসহ মাপ দিয়ে একটি সীমানা নির্ধারন করে দেন। কিন্তু পরবর্তীতে স্থাণীয় আমিনকে দিয়ে উপজেলা প্রশাসনের অগচোরে আকবর হোসেন মনগড়া সীমানা নির্ধারন করে কাজ শুরু করেন। এ বিষয়ে সম্পত্তির দাবীকৃত মালিক মোঃ আকবর হোসেন বলেন, এ সম্পত্তি আমার দলিল মূলে ক্রয় করা। যার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম নবধারা কে বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মান করায় আকবর হোসেনকে সরকারী সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধান না করে কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।