Nabadhara
ঢাকাসোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা প্রশাসন, রামপাল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রভাতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরীটি রামপাল উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় সমবেত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিল, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন, প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ। অনুরূপ ভাবে উপজেলার সুন্দরবন মহিলা কলেজ, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ পাশাপাশি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও সংগঠকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।