শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান খান,উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান,ভাইস চেয়ারম্যান এস এম মাহাতাবুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ, ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন,সাংবাদিক শফিকুল ইসলাম সাফা,চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মীর মাসুদ হোসাইন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।