Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার যোগানীয়া বাজারে অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে ওই বাজারের ব্যবসায়ী মৃত আতিয়ার শেখের ছেলে লেয়াকত আলী (৬৬), আমজাদ খানের ছেলে কায়ুম খান (৫৬), দেবচরন বিশ্বাসের ছেলে সুশিল কুমার বিশ্বাস (৫৪), মোঃ গোকুলের ছেলে সাহাবুদ্দিন (২৮) ও মাহাবুব খন্দকারের ছেলে সাহেব আলী খন্দকার (৪৭) সহ পাঁচ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম। ২৪ ফেব্রুয়ারী বিকেলে তাদেরকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওই পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী নির্দেশনা অমান্য করে প্রান্তিক চাষীদের নিকট অধিক মূল্যে সার বিক্রি করছিল। এটা প্রতীয়মান হওয়ায় তাদেরকে ১৬ হাজার টাকা জরিমানা পূর্বক ভবিষ্যতে এ ধরণের অপরাধে সংযুক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম নবধারা কে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৪০/৪৫ ধারা এবং মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।