Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম(জিসান) নাজিরপুর পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ সময় আহত হন তাঁর স্ত্রীও।বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটন ঘটে।গভীর রাতে তিনি মারা যান।

নিহত যুবক গোলাম রসুল(৩০) পেশায় একজন কৃষক।তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে।তিনি পরিবার নিয়ে শ্রীরামকাঠি ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে থাকতেন। নিহতের বড় ভাই ইব্রাহিম মোল্লা জানান,রাতে গোলাম রসুল বাড়ির কাছের একটি জমির বোরো ধানের ক্ষেতে পানি দিতে যান।গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না এলে স্ত্রী মারুফা বেগম সেখানে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন।এ সময় তাঁকে ওঠাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা রসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃশুভ ওঝা জানান,তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃমাহিদুল ইসলাম নবধারা কে জানান,স্থানীয় সুলতান মোল্লার ছেলে রফিক মোল্লা ও আফতার ফকিরের ছেলে দুলাল ফকির সেখানে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নামিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন।সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে গোলাম রসুলের মৃত্যু হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।