Nabadhara
ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৪০ হাজার মানুষকে গণটিকা প্রদান

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে প্রায় ৪০ হাজার মানুষকে কোভিড ভ্যাকসিন প্রথম ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে জেলার ৩৯ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ১৩৭টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশের ন্যায় নড়াইল জেলায়ও গণটিকা প্রদান করা হয়। করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন আজ। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। জাতীয় করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি হবে প্রথম ডোজ টিকা দেওয়ার শেষ তারিখ। তবে এর আগে যত বেশি সম্ভব মানুষকে আমরা টিকার আওতায় আনতে চাই।’ তিনি আরো জানান, প্রতিটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে। ১২ বছর বা তার বেশি বয়সী যে কেউ এখন থেকে দেশব্যাপী যেকোনো কেন্দ্রে কোনো রেজিস্ট্রেশন বা নথিপত্র ছাড়াই প্রথম ডোজ করোনা টিকা নিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।