Nabadhara
ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রথম বিভাগ কাবাডি লীগের উদ্বোধন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে প্রথম বিভাগ কাবাডি লীগ (পুরুষ-মহিলা) ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ ফ্রেরুয়ারি) বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে নড়াইল ক্রীড়া সংস্থার আয়োজনে এ লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী খেলায় পুরুষ গ্রুপে প্রাক্তন একাদশ ৩২-১২ পয়েন্টে কসমস ক্লাবকে এবং মহিলা গ্রুপে-রেনেসা একাদশ ৩০-১৫ পয়েন্টে সলিট গোল্ড ক্লাবকে পরাজিত করে । নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব আহম্মেদ চপল, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আবু সাঈদ মোহাম্মদ হায়দার, ক্রীড়া সংগঠক লতিফ সরকার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কাবাডি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়রসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় জেলার পুরুষ ০৯টি ও মহিলা ০৪ টি দল অংশগ্রহণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।