শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মিলন মন্ডল (৩৫) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।
এছাড়া মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পলাতক মিলন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর বড়বাড়ী গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ ফ্রেরুয়ারি দুপুরে যশোর-নড়াইল সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় ৫০ বোতল ফেনসিডিলসহ মিলনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।