দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে গার্ল গাইডিং সহযোগিতা প্রদান সভা ১০ মার্চ সকাল ১০ টায অনুষ্ঠিত হয়েছে।
দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাএীদের গার্ল গাইডিং এর আওতায় আনার জন্য সহযোগিতা প্রদান সভায় উপজেলা গার্ল গাইডস কমিশনার রাহিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী জেলা শাখার গার্ল গাইড উপদেষ্টা প্রফেসর লুৎফন নেছা মেরী, কমিশনার মুর্শিদাহ রাইহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা বদরুন্নেসা ইয়াসমিন , উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অধ্যক্ষ মোঃজামাল হোসেন, অধ্যক্ষ মারুফা মনি, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আঃ রব জোমাদ্দার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্লস গাইডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।