Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুক্তিপণের টাকা না দেওয়ায় প্রাণ গেলো শিশু আরাফাতের !

MEHADI HASAN
মার্চ ১৫, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে অপহরণকারীদের দাবিকৃত ১০ লাখ টাকা না দেওয়ায় শিশু আরাফাতকে (১১) হত্যা করেছে অপহরনকারীরা। এর আগে গত শনিবার (১২ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রাম থেকে শিশুটি নিখোঁজ হয়।

আরাফাত ওই গ্রামের ওবায়দুর শিকদারের ছেলে ও পেড়লী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ওইদিনে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যে মোবাইল থেকে অপহারণকারীরা মুক্তিপণ দাবি করেছিল, সেই নম্বর ট্র্যাকিং দু’অপহরনকারীকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিতে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে পুলিশ বোড়ামারা গ্রামের শিকদারপাড়া বাঁশবাগান থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করে।

শিশু আরাফাতের বাবা ওবায়দুর শিকদার জানান, মুক্তিপনের ১০ লক্ষ টাকা দিতে না পারায় অপহরনকারীরা আমার ছেলেকে হত্যা করেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর বলেন, আমাদের সহযোগিতায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উদ্ধার কাজ পরিচালনা করে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।