Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ওয়ারেন্টের ১২ আসামি গ্রেফতার

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গত বুধবার (১৬ মার্চ) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা ও পুলিশ পরিদর্শক (তদন্ত)আ: গফুরের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকষ দল থানার ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

আসামিরা হলো, থানার উত্তর ডুমুরিয়া গ্রামের মােজাহের গাজীর ছেলে ইউসুফ গাজী, আল-আমিন গাজী, ইনজিল গাজী, মােস্তাক গাজী,শাহাদত গাজীর ছেলে মাহবুব গাজী,কালাম মােল্যার ছেলে নাজমুল মোল্লা, সালাম মােল্যার ছেলে নিয়ামুল মোল্লা, ইকু মােল্যার ছেলে ওবায়দুল মোল্লা, হাবিবুর মােল্যার ছেলে মিশকাত মোল্লা ও ইসমাইল মােল্যা, মুনসুর গাজীর ছেলে সুমন গাজী, জামশেদ মুন্সীর ছেলে আমিন মুন্সী।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা নবধারা কে বলেন, অভিযান করে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১২ জন আসামীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ১৭ই মার্চ নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।