Nabadhara
ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া থানার এসআই কে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

MEHADI HASAN
মার্চ ২১, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম (৫৫) কে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।পুলিশ জানায়, গত (২০)মার্চ রাত সাড়ে ৮টায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামের গোরাখাল নামক স্থানের টুকুর দোকানের সামনে এই হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এব্যারে কচুয়া থানার এসআই মো: ফেরদৌস বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে কুপিয়ে আহত মর্মে ১টি মামলা করেন। মামলায় ১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের দেওয়া হয়।

পুলিশ আরও জানায় যে, আমাদের অফিসাররা মাদক ও পরোয়ানা ভুক্ত আসামী আটক অভিযান চলাকালে হত্যা সহ একাধিক মামলার আসামী জুয়েলের সংগে পুলিশ কর্মকর্তার ধ¯াÍাধস্তির এক পর্যায়ে সন্ত্রসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশ কর্মকর্তা মো: রবিউল ইসলাম কে আহত করে জুয়েলকে নিয়ে পলিয়ে যায়। কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামের মৃত ইতরুপ সেখের পুত্র এই জুয়েল।কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনিরূল ইসলাম জানান যে, মাদক ও পরোয়ানা ভুক্ত আসামীদের আটক অভিযান চলাকালে হত্যা মামলার আসামী জুয়েল সহ অন্যান্য সন্ত্রাসীরা এসআই রুিবউল ইসলঅমকে কুপিয়ে পালিয়ে যায়।পরে আমি খবর পেয়ে পুলিশ কর্মকর্তা উদ্ধার করে প্রথমে বাগেরহাট হাসপাতালে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ওসি তদন্ত দেব্রত চক্রবতী জানান যে, পুলিশ কর্মকর্তাকে আহত কারার ঘটনায় আসামী জুয়েলসহ তার অন্যান্য সহযোগিদের গ্রেপ্তারের জোর প্রচেস্টা চালানো হচ্ছে।
বুলু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।