Nabadhara
ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মহান স্বাধীনতা দিবস পালিত

MEHADI HASAN
মার্চ ২৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ২৬ সে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ (শনিবার) দিনটি উপলক্ষে সকাল নয়টায় নড়াইল জেলা বীরশ্রেষ্ঠ শহীদ নুর মুহাম্মাদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ মহান স্বাধীনতা দিবসের কার্যক্রম। এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদের স্মরনে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে নড়াইলের শহীদ বীর মুক্তিযুদ্ধাদের গণ কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান (নিলু) পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসমোতারা সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।