Nabadhara
ঢাকাসোমবার , ২৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ডিকেকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ২৮, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষ সদস্য পদে ৬ জন এবং মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেণ। নির্বাচনে মোট ৪১৩ জন অভিভাবক সদস্যদের  মধ্যে ৩৭৫ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ।

নির্বাচনে বিজয়ী হয়েছেন কামরুল খান  (টিউবওয়েল প্রতীক) ২৮৬ ভোট পেয়ে ১য় স্থানে । ( মাছ প্রতীক) ২০৩ ভোট পেয়ে ২য় স্থানে  । জমির শিকদার  (ফুটবল প্রতীক) ১৮৬  ভোট পেয়ে ৩য় স্থানে । শিকদার আবুল বাশার  (চেয়ার প্রতীক) ১৮৬ ভোটে পেয়ে ৪র্থ স্থানে । বাবলু শেখ (মোরগ প্রতীক ) ১৭৯ ভোট পেয়ে ৫ম স্থানে এবং কালু শেখ (তালা প্রতীক)১৭৪ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন।

এছাড়া মহিলা সদস্য পদে মোসাঃ শিউলী বেগম (মাইক) ২০৮ পেয়ে ১ম স্থানে রয়েছে। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি  ফাতেমা বেগম ( কলস প্রতীক) ১৫৫ভোট পেয়ে ২য় হয়েছেন।

মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা  ও নির্বানের প্রিজাইডিং কর্মকর্তা মোসাঃ কামরুননেছা নির্বাচনের এফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শিকদার মারুফুজ্জামান রনি, প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেনসহ সাংবাদিক, শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।