Nabadhara
ঢাকাবুধবার , ৩০ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করলেন ওসি সুকান্ত

MEHADI HASAN
মার্চ ৩০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা। ২৯ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় থানা এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার ৩৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় ওসি নড়াগাতী তাদের পারিবারিক বিষয়াদিসহ ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং যে কোন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করায় আগত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা আবেগে আল্পুত হন। পাশাপাশি তথ্যদিয়ে প্রশাসনকে সহযোগিতারও আশ্বাস দেন তারা।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের জীবনের সেরা সময়টা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করার সুবাদে দেশ ও দেশের মানুষকে সেবা দিয়েছেন। আমরা তাদের স্বর্নসময়টাকে স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য একত্রিত হয়েছি। আমাদের এ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।