Nabadhara
ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে শেখ তাসমীমের দায়িত্ব গ্রহন

MEHADI HASAN
এপ্রিল ১, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে শেখ তাসমীম আলম যোগদান করেছেন। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন।

শেখ তাসমীম আলম ২০০৫ সালে সরাসরি এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৬ সালে যশোরের শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে ওসি (তদন্ত) হিসেবে যশোর কোতোয়ালি থানায় এ পর্যন্ত দায়িত্বরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম সাংবাদিকদের জানান, জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুঁয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

নবাগত ওসি শেখ তাসমীম আলম খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নী এলাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্ল্যেখ, গত ১৬মার্চ কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া (বিপিএম) নিয়মিত বদলী হওয়ায় ওসির পদটি শূন্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।